ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

কুড়িগ্রামে ইদ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে ইদ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর সুষ্ঠু ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে কুড়িগ্রামে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ মার্চ) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

সভায় কুড়িগ্রাম পৌরসভার ৩ টি ঈদগাহে নামাজ আদায়ের সময় ও ঈমাম নির্ধারণ করা হয়। নামাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সকল প্রকার সহযোগিতা প্রদান,অসচ্ছল মানুষজন যাতে ইদ উদযাপন করতে পারে সেজন্য ভিজিএফ বরাদ্দ তদারকি করা,এবং বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করার জন্য নির্দেশনা দেয়া হয়।এ ছাড়া শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ প্রশাসনকে টহল বাড়ানোর জন্য অনুরোধ জানানো হয়।

সভায় অংশ নেন, অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়, বিএমএফ কুদরত ই খুদা,ইসলামিক ফাউন্ডেশন কুড়িগ্রামের উপপরিচালক আব্দুর রাজ্জাক রনি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী, সম্পাদক মাওলানা নিজামউদ্দিন ,কুড়িগ্রাম জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক নাহিদ ইসলাম, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুর রহমান, কুড়িগ্রাম টেলিভিশন সাংবাদিক ফোরাম সদস্য সচিব আশরাফুল হক রুবেল, কুড়িগ্রামের বিভিন্ন মসজিদের খতিব, ইমাম সহ কমিটির সদস্য গণ। এসময় সকলের মতামতের ভিত্তিতে ইদগাহ গুলিতে নামাজের সময়সূচি নির্ধারণ করা হয়।

ইদ,সভা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত