ঢাকা বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে বিএনপি নেতার পদ স্থগিত অপর নেতাকে নোটিশ

সিরাজগঞ্জে বিএনপি নেতার পদ স্থগিত অপর নেতাকে নোটিশ

সিরাজগঞ্জে বিএনপির এক নেতার পদ স্থগিত ও অপর নেতাকে কারণ দর্শানোর দেয়া হয়েছে।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত পত্রে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শনিবার রাতে তাদের এ চিঠি দেয়া হয়েছে।

এদের মধ্যে কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবলুর পদ স্থগিত এবং জেলা বিএনপির আইন বিষয়ক সহ-সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আইনজীবী নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। পদ স্থগিত করে বাবলুকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, আধিপত্য বিস্তারে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা, দলীয় কোন্দল সৃষ্টি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রাথমিক সদস্য পদসহ সকল পদ স্থগিত করা হল।

সেইসাথে নাজমুলকে দেয়া চিঠিতে বলা হয়েছে, আর্থিক লেনদেনের মাধ্যমে মামলাবাজির মত অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে তাকে শোকজ করা হয়েছে।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে জেলা বিএনপির সভাপতি বা সাধারণ সম্পাদকের কাছে লিখিত জবাব জমা দিতে বলা হয়েছে।

বিএনপি,পদ,স্থগিত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত