মানিকগঞ্জে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান
৬ লাখ টাকা জরিমানা
প্রকাশ : ২৩ মার্চ ২০২৫, ২০:৫৫ | অনলাইন সংস্করণ
মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে অবৈধ তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে ৬ লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে, রাকমান ব্রিকসের কিলন আংশিক ভেঙে ফায়ার সার্ভিসের মাধ্যমে আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
শনিবার (২৩ মার্চ) মানিকগঞ্জ সদর উপজেলার একতা ও এমিকা ব্রিকস এবং সিংগাইর উপজেলার রাকমান ব্রিকসে এই অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে সিংগাইরের রাকমান ব্রিকসের কিলন আংশিক ভেঙে ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিভিয়ে দেওয়া হয়। একইভাবে, সদর উপজেলার একতা ও এমিকা ব্রিকসে ৬ লাখ টাকা জরিমানা আদায় এবং কিলন আংশিক ভেঙে দেওয়া হয়।
অভিযানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর মানিকগঞ্জ কার্যালয়ের সিনিয়র কেমিস্ট এ কে এম সামিউল আলম কুরসি, পরিদর্শক মনোয়ারুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় র্যাব-৪, জেলা পুলিশ ও সিংগাইর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদস্যরা অভিযান পরিচালনায় সহায়তা করেন।
পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ছাড়পত্রবিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।