ঢাকা বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

কটিয়াদীতে ছাত্রদল নেতা আশিককে কুপিয়ে হত্যা

কটিয়াদীতে ছাত্রদল নেতা আশিককে কুপিয়ে হত্যা

কিশোরগঞ্জের কটিয়াদীতে চাতল বাঘহাটা স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষে আশিক খাঁ (২২) নামে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ঢাকা শিক্ষা বোর্ডের দুই কর্মকর্তাসহ অন্তত ১০ জন আহত হন।

নিহতের মা রিতা আক্তার বাদী হয়ে রবিবার (২৩ মার্চ) ২৯ জনকে আসামি করে কটিয়াদী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

মামলায় প্রধান আসামি করা হয়েছে কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আশিকুজ্জামান নজরুলকে। এছাড়া, চাঁন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও কিশোরগঞ্জ জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট রিয়াজুল ইসলাম সেবক, চাতল বাঘহাটা স্কুল অ্যান্ড কলেজের সাবেক সভাপতি শাহ মোহাম্মদ আলী হায়দার বাবুল, চান্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ইনসাফ আলীসহ আরও ২৯ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, মামলার পরপরই শাহ মোহাম্মদ আলী হায়দার বাবুল ও আব্দুল হান্নানকে গ্রেফতার করে রবিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

জানা গেছে, চাতল বাঘহাটা স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটি গঠনের জন্য সভাপতি হিসেবে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক নুরুজ্জামান চন্দনের নাম প্রস্তাব করা হয়। এর বিরোধিতা করে কলেজের সাবেক সভাপতি শাহ মোহাম্মদ আলী হায়দার বাবুল ঢাকা শিক্ষা বোর্ডে লিখিত অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের তদন্ত করতে ঢাকা বোর্ডের সহকারী কলেজ পরিদর্শক মো. লোকমান মুন্সী ও সেকশন অফিসার আহাদ খানের নেতৃত্বে একটি তদন্ত দল শনিবার প্রতিষ্ঠান পরিদর্শনে আসে।

তদন্তকালে মমুরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী, কটিয়াদী মডেল থানার ওসি (তদন্ত) মো. হাবিবুল্লাহ খান এবং এলাকার শতাধিক লোকজন উপস্থিত ছিলেন। তদন্তের একপর্যায়ে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক নুরুজ্জামান চন্দন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সহকারী অ্যাটর্নি জেনারেল আশিকুজ্জামান নজরুল, এবং অ্যাডভোকেট রিয়াজুল ইসলাম সেবকের লোকজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়।

এই সংঘর্ষে আশিক খাঁ নিহত হন এবং ঢাকা শিক্ষা বোর্ডের দুই কর্মকর্তা, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ অন্তত ১০ জন আহত হন।

কটিয়াদী মডেল থানার ওসি (তদন্ত) মো. হাবিবুল্লাহ খান জানান, চাতল বাঘহাটা স্কুল অ্যান্ড কলেজে পরিচালনা কমিটি নিয়ে তদন্ত চলাকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়, এতে একজন নিহত ও কয়েকজন আহত হন। নিহত আশিকের মা রিতা আক্তার বাদী হয়ে ২৯ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।

হত্যা,ছাত্রদল,নেতা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত