ঈদ বাজারে যানজট রংপুর নগরীর অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে, জাহাজ কোম্পানির মোড় থেকে টাউন হল পর্যন্ত যেতে স্বাভাবিক সময়ের চেয়ে ২০ থেকে ৩০ মিনিট বেশি লাগছে। নিয়ন্ত্রণহীন অটোরিকশার চলাচলের কারণে নারী-শিশুসহ সব বয়সী মানুষ চরম ভোগান্তিতে পড়ছে।
এই সমস্যা নিরসনে রংপুর মেট্রোপলিটন ট্রাফিক বিভাগ নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে রিকশা ও অটোরিকশাকে বিকল্প পথে চালানোর নির্দেশনা দিয়েছে। নতুন ট্রাফিক ব্যবস্থাপনার ফলে যানজট কিছুটা কমবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।
মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, নগরীর লক্ষ্মী সিনেমা হল মোড়, জীবন বীমা মোড়, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ মোড়, এবং সেন্ট্রাল রোডের কাস্টমস অফিস সংলগ্ন এলাকায় অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। এতে মূল শহরের যানজট অনেকাংশে কমবে বলে মনে করা হচ্ছে।
সারাবছরই নগরীর জাহাজ কোম্পানির মোড় থেকে সিটি কর্পোরেশন পর্যন্ত দীর্ঘ যানজট লেগে থাকে, যা ঈদের সময় আরও বাড়ে। রংপুর সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, সিটি কর্পোরেশন ৮ হাজার ব্যাটারিচালিত অটোরিকশা ও রিকশার লাইসেন্স দিয়েছে, যার মধ্যে ৫ হাজার অটোরিকশা এবং ৩ হাজার রিকশা রয়েছে। তবে বাস্তবে নগরীতে ৩০ হাজারের বেশি অটোরিকশা ও রিকশা চলাচল করছে।
ঈদ উপলক্ষে আশপাশের জেলা ও উপজেলা থেকে অতিরিক্ত অটোরিকশা নগরীতে প্রবেশ করায় যানজট আরও তীব্র হচ্ছে। এই সমস্যা মোকাবিলায় মেট্রোপলিটন ট্রাফিক বিভাগ নতুন পরিকল্পনা গ্রহণ করেছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) আব্দুর রশিদ জানান, 'ঈদ উপলক্ষে অতিরিক্ত জনবল নিয়োগ করে নতুন ট্রাফিক ব্যবস্থাপনা চালু করা হয়েছে। আশা করি, এতে যানজট কিছুটা কমবে এবং নগরবাসীর দুর্ভোগ লাঘব হবে।'
নগরবাসী যানজট নিরসনে মেট্রোপলিটন পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।