২১ বছর পর চাকরি ফিরে পেলেন কলেজ শিক্ষক সুজন
প্রকাশ : ২৩ মার্চ ২০২৫, ২১:২০ | অনলাইন সংস্করণ
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

দীর্ঘ ২১ বছর পর চাকরি ফিরে পেলেন পাবনার ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও দাশুড়িয়া ডিগ্রি কলেজের গণিত বিভাগের প্রভাষক আজমল হোসেন সুজন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনায় তাকে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে।
কলেজ সূত্রে জানা যায়, ২০০৩ সালে দাশুড়িয়া ডিগ্রি কলেজের তৎকালীন পরিচালনা কমিটি ও অধ্যক্ষ, মাত্র ৯ দিন অনুপস্থিত থাকার অভিযোগে আজমল হোসেন সুজনকে চাকরি থেকে বরখাস্ত করেন। দীর্ঘদিন আইনি লড়াই ও বিভিন্ন বৈঠকের পরও তিনি চাকরি ফিরে পাননি।
সম্প্রতি, তিনি আবারও বিষয়টি তদন্তের জন্য কলেজ পরিচালনা কমিটির (গভর্নিং বডি) কাছে আবেদন করেন। পরবর্তীতে পরিচালনা কমিটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে তদন্তের জন্য সুপারিশ পাঠায়। তদন্ত শেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা আজমল হোসেন সুজনের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন প্রমাণ করেন এবং তাকে পুনর্বহালের নির্দেশ দেন। একই সঙ্গে, ২১ বছরের বকেয়া বেতন ও অন্যান্য পাওনাদি পরিশোধের নির্দেশ দেন।
প্রভাষক আজমল হোসেন সুজন বলেন, "তৎকালীন অধ্যক্ষ ও পরিচালনা কমিটি মিথ্যা অজুহাতে আমাকে চাকরিচ্যুত করেছিল। ২১ বছর পর সত্য প্রকাশ পেয়েছে। তদন্তে কোনো ভুল না পাওয়ায় আমাকে পুনর্বহাল করা হয়েছে।"
দাশুড়িয়া ডিগ্রি কলেজের বর্তমান অধ্যক্ষ শহিদুল ইসলাম বলেন, "জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনায় আজমল হোসেন সুজন তার পদে পুনর্বহাল হয়েছেন এবং ইতোমধ্যে যোগদান করেছেন। তৎকালীন পরিচালনা কমিটির সিদ্ধান্তের কোনো ভিত্তি ছিল না।"
কলেজ পরিচালনা কমিটির সভাপতি হাবিবুর রহমান হাবিব জানান, "আজমল হোসেন সুজন একজন দক্ষ গণিত শিক্ষক। অন্যায়ভাবে তাকে চাকরিচ্যুত করা হয়েছিল। অবশেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তদন্তে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।"