গত ১৬ বছরে মামলা দিয়ে অনেক পরিবারকে ধ্বংস করেছে আওয়ামী লীগ— এমন অভিযোগ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, "দেশে নানা ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগকে আবারও পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে, যা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।"
শনিবার (২২ মার্চ) বিকেলে নগরীর ষোলশহরস্থ এলজিইডি মিলনায়তনে ‘এসোসিয়েশন অব এক্স জেসিডি চুয়েট’ আয়োজিত শহীদ পরিবার ও আহতদের সম্মাননা প্রদান এবং ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, "জুলাই আন্দোলনে চট্টগ্রামে নিহত ওয়াসিম আকরাম, ফজলে রাব্বি, তানভীর সিদ্দিকীসহ ৮ জন শহীদ এবং ৩১ জন আহতদের পরিবারকে আর্থিক সম্মাননা দেওয়া হয়েছে। আমরা যারা ভুক্তভোগী, তারাই জানি গত ১৬ বছরে আওয়ামী লীগ কী করেছে। অনেকেই জেল খেটেছে, সংসার চালাতে পারেনি, সন্তানদের দেখভাল করতে পারেনি। দিনের পর দিন মামলা, হাজিরা আর জেল-জুলুমের কারণে অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে।"
তিনি আরও বলেন, "মামলাকে টার্গেট করে তরুণদের শেষ করে দেওয়া হয়েছে। পরিবারগুলোকে ধ্বংস করা হয়েছে। গত ১৬ বছর আন্দোলন-সংগ্রামে ব্যস্ত থাকায় অনেক পরিবার চরম দুর্দশার মধ্যে দিন কাটিয়েছে।"
অনুষ্ঠানে এসোসিয়েশন অব এক্স জেসিডি চুয়েটের সাবেক সভাপতি ইঞ্জি. শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক ইঞ্জি. আতিকুজ্জামান বিল্লাহ ও ইঞ্জি. আবদুল্লাহ আল মামুনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জি. নুরুল করিম, সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক সাংবাদিক জাহিদুল করিম কচি, পিডিবির সাবেক প্রধান প্রকৌশলী ইঞ্জি. ইকবাল করিম, আইইবি'র ভাইস প্রেসিডেন্ট ইঞ্জি. এটিএম তানভীরুল ইসলাম তমাল প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন এসোসিয়েশন অব এক্স জেসিডি চুয়েটের সাধারণ সম্পাদক ইঞ্জি. আফজাল হোসেন সবুজ, আইইবি চট্টগ্রামের সাবেক চেয়ারম্যান মো. শাহজাহান, সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব সিরাজ উদ্দৌলাহ, চুয়েটের সাবেক ভিপি ইঞ্জি. মেজবাহ উদ্দিন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ইঞ্জি. উমাশা হুমায়ুন চৌধুরী, এক্স জেসিডি নেতা ইঞ্জি. মনছুর আহমেদ, ইঞ্জি. মুনতাসীর মামুন মুন্না, ইঞ্জি. সজল, ইঞ্জি. রনি চৌধুরীসহ অনেকে।