রাজবাড়ীর পাংশায় চোরাই মোটরসাইকেলসহ মো. সাইদুল ইসলাম (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (২৪ মার্চ) সকাল সাড়ে ৯ টায় পাংশা মডেল থানা পুলিশ উপজেলার মাছপাড়া ইউনিয়নের জয়গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, আটককৃত সাইদুল ইসলাম জয়গ্রামের কুরবান আলী মোল্লার ছেলে। তার কাছ থেকে ১৫৫ সিসির একটি সিলভার রঙের সুজুকি জিক্সার এসএফ মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ল-১৬-৬৭৬৫, ইঞ্জিন নম্বর BGA5-114592, চেসিস নম্বর RMBL-ED13F-119980। যার বাজারমূল্য প্রায় ৩ লাখ ৩০ হাজার টাকা।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন বলেন, সাইদুল ইসলাম ও তার সহযোগীরা দেশের বিভিন্ন স্থান থেকে চোরাই মোটরসাইকেল সংগ্রহ করে পাংশা ও আশপাশের এলাকায় কেনা-বেচা করতেন। আটককৃত সাইদুল অভ্যাসগতভাবে চোরাই মোটরসাইকেল বেচাকেনার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।