পবিত্র মাহে রমজান উপলক্ষে দিনাজপুর কোতয়ালী থানার উদ্যোগে রবিবার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কোতয়ালী থানা চত্বরে আয়োজিত এ দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. মতিউর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সিফাত ই রাব্বান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. মোশফেকুর রহমান, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আহমেদ শফি রুবেল, জেলা জামায়াত নেতা অ্যাডভোকেট মাহবুবুর রহমান ভুট্টো, শহর জামায়াতের আমির সিরাজুস সালেহীন, সাবেক পৌর কাউন্সিলর একেএম মাসুদুল ইসলাম মাসুদ, দিনাজপুর জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সাদাকাতুল বারী, জেলা ডিবি পুলিশের ওসি মো. সোহেল রানা এবং জেলা ও কোতয়ালী থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা।
ইফতার ও দোয়া মাহফিলে আগত আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা জানান কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. মতিউর রহমান। ইফতারের পূর্বে দেশ ও জাতির সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।