চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে ছিনতাইকারী গ্রেপ্তার
প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ১৭:৪৩ | অনলাইন সংস্করণ
চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে মো. হেলাল (৩০) নামে ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৩ মার্চ) দিনগত রাতে শহরের ইলিশ চত্বর এর কাছে তালতলা বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।
সোমবার (২৪ মার্চ) সকালে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
তিনি বলেন, স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে সদর আর্মি ক্যাম্প এবং সদর থানা পুলিশ কর্তৃক তালিকাভুক্ত অপরাধী এবং ডাকাতদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে চাঁদপুর সদর উপজেলার ইলিশ চত্বর এর কাছে তালতলা বাসস্ট্যান্ড এলাকা হতে একটি দোকান থেকে টাকা ও জিনিসপত্র ছিনতাই চেষ্টা করার সময় হেলাল (৩০)-কে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য তাকে সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
তিনি আরো বলেন, গেল বছর ৪ সেপ্টেম্বর হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।