ঢাকা বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

ঈশ্বরদীতে দরিদ্র ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ঈশ্বরদীতে দরিদ্র ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পাবনার ঈশ্বরদীতে দরিদ্র, দুঃস্থ ও অসহায় ৩২০টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (২৪ মার্চ) সকালে উপজেলার মানিকনগরে ঈদ উপহার হিসেবে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আয়োজক ছিলেন ঈশ্বরদী উপজেলা চাউল কল সমিতির সাংগঠনিক সম্পাদক ও বিএনপি নেতা হাবিবুর রহমান মহলদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মইনুল হোসেন সরদার, সাহাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রমজান আলী, সাজেদুল মেম্বার, বিএনপি নেতা জাহিদুল ইসলাম, পলান ফকির, হাসান আলী বিশ্বাস, হাফিজুর রহমান মুকুল, মহাবুল মেম্বার, হাসিব ও ইমনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে চাল, ডাল, তেল, সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

আয়োজক হাবিবুর রহমান মহলদার বলেন, “অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারাই আমাদের মূল উদ্দেশ্য। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই আমাদের এই আয়োজন।”

প্রধান অতিথি হাবিবুর রহমান হাবিব বলেন, “এ ধরনের মানবিক কার্যক্রম সমাজের প্রতিটি মানুষের করা উচিত। গরীব-দুঃস্থদের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই প্রকৃত ঈদের আনন্দ পাওয়া যায়।”

ঈদ,সামগ্রী,বিতরণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত