বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশ ও জনগণের সেবায় নিয়োজিত রয়েছে বলে জানিয়েছেন বগুড়া এরিয়া কমান্ডার ও ১১ পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল মো. খোরশেদ আলম। তিনি বলেন, "জুলাই বিপ্লবে আহতদের পাশে সেনাবাহিনী সবসময় থাকবে। তাদের বীরত্ব ও ত্যাগের প্রতি সম্মান জানাতেই এই আয়োজন।"
রোববার (২৪ মার্চ) সিরাজগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে ১১ পদাতিক ডিভিশনের অধীন সিরাজগঞ্জ আর্মি ক্যাম্পের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সম্মানে আয়োজিত এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মো. খোরশেদ আলম।
তিনি আরও বলেন, "এই ইফতার মাহফিল কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি তাদের বীরত্বের প্রতি আমাদের শ্রদ্ধার নিদর্শন।"
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ আর্মি ক্যাম্পের সিও লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ বিন কবির এবং অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন সুদীপ্ত দাশ।
জুলাই বিপ্লবে আহতদের মধ্যে ৪৭ জন এই মাহফিলে অংশ নেন। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের প্রত্যেককে বিশেষ উপহার দেওয়া হয়।