ঢাকা বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

আশুলিয়ায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ৩

আশুলিয়ায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ৩

আশুলিয়ার বলিভদ্র বাজার এলাকায় মহাসড়কের পাশের অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযানে হামলা ও পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৪ মার্চ) দুপুরে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন—জসিম, নয়ন ও ইমরান।

পুলিশ জানায়, রবিবার (২৩ মার্চ) দুপুরে সাভার সদর সহকারী কমিশনার (ভূমি) মো. জহিরুল আলমের নেতৃত্বে বলিভদ্র বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় ২৯ জন এজাহারভুক্ত আসামি ও অজ্ঞাতনামা ৪০০-৫০০ জন লাঠি, লোহার রড, জিআই পাইপ ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। তারা সরকারি কাজে বাধা সৃষ্টি করে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করে, যাতে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়।

অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির জানান, এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা (নং-৬৬) দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ,হামলা,আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত