ঢাকা শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

শেরপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠিত

শেরপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠিত

শেরপুর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ মার্চ) শেরপুর জিকে পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার আমির মাওলানা হাফিজুর রহমান এর সভাপতিত্বে এ ইফতারের আয়োজন করা হয়।

আসরের নামাজের পর থেকে সকলে দলে দলে এ ইফতার মাহফিলে আসতে থাকেন। ইফতার মাহফিল উপলক্ষ্যে এটি পরিণত হয়েছিল এক মিলনমেলায়।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ সানাউল্লাহ আহাম্মদ।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম।

তিনি বলেন, রমজান মাস কোরআন নাযিলের মাস। তাই সকলে যেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করি।

তিনি আরো বলেন, ইসলাম প্রতিষ্ঠা করতে জামায়াতের অনেকেই শাহাদাতবরণ করেছেন। দেশকে এগিয়ে নিতে হলে কোরআন দিয়ে দেশ চালাতে হবে। তাই আপনারা সকলে জামায়াতে ইসলামীর সাথে থাকুন, কারণ বাংলাদেশ জামায়াতে ইসলামী কোরআনের অনুসরণকারী দল।

আসুন আমরা সকলে সচেতন হই যেন এ দেশে আবার ফ্যাসিস্ট সরকার আস্তানা গড়তে না পারে, যোগ করেন তিনি।

ইফতার মাহফিলে মোনাজাত পরিবেশন করেন জামায়াতে ইসলামীর শুরা সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাতেন।

এসময় শেরপুরের বৈশিষ্ট্য ব্যবসায়ী, প্রশাসন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেরপুর,জামায়াতে ইসলামী,ইফতার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত