রাত পোহালেই মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ২৬ মার্চ দিনের প্রথম প্রহর থেকে মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় ফুলে ফুলে ভরে উঠবে স্মৃতিসৌধের বেদি। দিনটি উদযাপন উপলক্ষ্যে এরই মধ্যে জাতীয় স্মৃতিসৌধকে ধুয়ে-মুছে, ফুল আর রং-তুলির আঁচড়ে প্রস্তুত করেছে সাভার গণপূর্ত বিভাগ।
দিনটি উপলক্ষ্যে স্মৃতিসৌধের মিনার থেকে শুরু করে পায়ে চলার পথ সবই পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। রং-তুলির আঁচড় পড়েছে ফুলের টবসহ নানা স্থাপনায়। এরই মধ্যে পরিচ্ছন্নতাকর্মীরা ধুয়ে-মুছে প্রস্তুত রেখেছে গোটা স্মৃতিসৌধ এলাকা।
দিবসটি পালন করতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। দিনটির প্রথম প্রহরে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন- রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. ইউনুস-সহ লাখো জনতা। এসময় তাদেরকে সেখানে দেওয়া হবে তিন বাহিনীর গার্ড অব অনার। এছাড়াও উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, বিদেশি কুটনৈতিকবৃন্দ, মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাবৃন্দ,বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনসহ নানা শ্রেণি পেশার মানুষ। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পরে স্মৃতিসৌধ প্রাঙ্গণ জন সাধারণের জন্য খুলে দেয়া হবে।
সাভার জাতীয় স্মৃতিসৌধের সার্বিক তত্ত্বাবধানে থাকা উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধান উপদেষ্টাসহ দেশের সকল মানুষের শ্রদ্ধা জানাতে পুরোপুরি প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ। ধোয়া মোছা থেকে শুরু করে আলোকসজ্জা সিসিটিভি ক্যামেরা স্থাপন-সহ সকল প্রস্তুতিমূলক কাজ ইতোমধ্যেই শেষ করা হয়েছে। রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা ও বিশিষ্টজনদের শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেয়া হবে।