টাঙ্গাইলের সখীপুরে মোতালেব নামে এক ব্যক্তিকে ইউপি চেয়ারম্যান লাথি মারায় পরিষদ কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে স্থানীয় জনতা।
সোমবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম মুক্তার কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ভোটার হালনাগাদ করতে ইউনিয়ন পরিষদে যান মোতালেব নামের ওই ব্যক্তি। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইউপি চেয়ারম্যান নুরে আলম মুক্তা তাকে লাথি মারে। পরক্ষণেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে স্থানীয় জনতা একত্রিত হয়ে পরিষদ কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। এর আগেও ওই চেয়ারম্যান এক নারীকে লাঞ্ছিত করে জেলহাজতে ছিলেন।
অন্যদিকে এ ঘটনায় মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ওই চেয়ারম্যানের প্রত্যাহার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। এতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ বক্তব্য রাখেন।
এ বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যান নূরে আলম মুক্তা বলেন, সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা মিথ্যা। ওই লোকটি প্রথমে আমাকে আঘাত করেছে পরে আমি তাকে আঘাত করেছি। কার্যালয়ে তালা দিয়েছে আমার প্রতিপক্ষের পরিকল্পনায়। বিষয়টি ইউএনও মহোদয় কে জানানো হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রনি বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।