চাঁপাইনবাবগঞ্জে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ১৬:৫৩ | অনলাইন সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের সঙ্গে সকল রুটের দূরপাল্লার বাস চলাচলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে ঢাকাকোচ মাস্টার বহুমুখী সমবায় সমিতি লিমিটেড।
মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর ১টা থেকে ঢাকাসহ দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। চাঁদাবাজির প্রতিবাদে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ওই সংগঠনের সভাপতি রেজাউল করিম।
সংশ্লিষ্টরা জানান, চাঁপাইনবাবগঞ্জের হরিপুরে চৌকি বসিয়ে সকল রুটের দূরপাল্লার বাস থামিয়ে সার্ভিস চার্জের নামে চাঁদা আদায় করছে বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের লোকজন। কেউ চাঁদা দিতে না চাইলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবার (২৪ মার্চ) দিবাগত রাতে একতা পরিবহনের সুপারভাইজার মো. রাজিব ইসলামকে মারধর করে ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়। এ ঘটনায় থানায় ৮ জনের নামে অভিযোগ হয়েছে।
ঢাকাকোচ মাস্টার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি রেজাউল করিম বলেন, একটি সংগঠন সড়কে দাঁড়িয়ে জোরপূর্বক চাঁদা তুলছে। এরই প্রতিবাদে আমরা ঢাকাসহ দূরপাল্লার বাস চলাচল বন্ধ ঘোষণা করেছি। যতক্ষণ সড়কে চাঁদাবাজি বন্ধ না হবে ততক্ষণ বাসের চাকা গড়বে না।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম শহিদ বলেন, আমরা জোরপূর্বক চাঁদা দাবি করছি না। আমরা ৩০ টাকা করে সার্ভিস চার্জ তুলে আসছি। এসব টাকা দিয়ে সংগঠনটির শ্রমিকদের কল্যাণে কাজ করা হয়।