কক্সবাজারের ঈদগাঁও’তে খেলতে গিয়ে নিখোঁজের ছয় ঘন্টা পর খালের পানিতে ভাসমান অবস্থায় মিললো প্রতিবেশী তিন শিশুর মরদেহ।
সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ঈদগাঁও থানার ওসি মো. মছিউর রহমান।
মৃত উদ্ধার শিশুরা হল- ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের পূর্ব বাহারছড়া এলাকার ইউসূফ নবীর মেয়ে রিয়া মনি (১০), মঞ্জুর আলমের কন্যা মরিয়ম বেগম (৯) ও জাফর আলমের মেয়ে তসলিমা আক্তার (৯)। তারা সকলেই প্রতিবেশী।
স্থানীয়দের বরাতে মছিউর রহমান বলেন, সোমবার দুপুর দেড়টার দিকে প্রতিবেশী তিন শিশুসহ আরও কয়েকজন মিলে বাড়ি থেকে খেলতে বের হয়। কিন্তু সন্ধ্যা পর্যন্তও তারা বাড়ি না ফেরায় পরিবারের লোকজন সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করতে থাকে।
এক পর্যায়ে সন্ধ্যা ৭টার ঠিক আগে স্বজনরা স্থানীয় খালে এক শিশুর মরদেহ ভাসতে দেখে। পরে ওই শিশুর মরদেহ উদ্ধার করতে গেলে নিখোঁজ অপর দুইজনকেও মৃত অবস্থায় ভাসতে দেখা যায়। এসময় স্বজনরা তিন শিশুর মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে।
ওসি বলেন, মৃত উদ্ধার তিন শিশু পরস্পর প্রতিবেশী। খেলতে গিয়ে পানিতে ডুবেই হয়ত তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তারপরও পুলিশ প্রকৃত রহস্য উদঘাটনে আরও অধিকতর খোঁজখবর নিচ্ছে বলে জানান তিনি।