ঢাকা রোববার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

কাউখালীতে অবৈধ ইটের পাজা ধ্বংস 

কাউখালীতে অবৈধ ইটের পাজা ধ্বংস 

পিরোজপুরের কাউখালীতে অবৈধভাবে গড়ে ওঠা ইটের পাঁজা ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৫ মার্চ) সকালে উপজেলার উত্তর বেতকা গ্রামে ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে ইটের পাঁজাটি ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বজল মোল্লা জানান, আবুল কালাম শরীফ নামে এক ব্যক্তি অবৈধভাবে ইট পোড়ানোর চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। তবে অভিযানের খবর পেয়ে মালিক ও সংশ্লিষ্টরা পালিয়ে যান।

এর আগে, গত ১৪ ফেব্রুয়ারি একই স্থানে অভিযান চালিয়ে ইট পোড়ানো বন্ধ করা হয়েছিল এবং কাঠের মজুদ জব্দ করা হয়। এরপরও পুনরায় একই জায়গায় অবৈধভাবে ইট পোড়ানোর চেষ্টা করায় দেড় মাসের ব্যবধানে দ্বিতীয়বার অভিযান পরিচালনা করা হলো।

এবারের অভিযানে প্রায় ৪০ হাজার ইট ধ্বংস করা হয়েছে বলে জানান ইউএনও স্বজল মোল্লা।

তিনি আরও বলেন, অবৈধ ইটের পাঁজা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে।

ধ্বংস,পাজা,অবৈধ ইট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত