মানিকগঞ্জে শহীদ তজু-টিটো ফাউন্ডেশনের উদ্যোগে অর্ধশতাধিক অসহায় এতিমদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ১১টায় মানিকগঞ্জ শহরের সেওতা এলাকায় শহীদ তজু ও টিটুর বাড়িতে এই সহায়তা প্রদান করা হয়।
ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ করেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মোহাম্মদ রফি (অপু)।
এসময় গোলাম মোহাম্মদ রফি (অপু) বলেন, "অসহায় ও দুঃস্থ এতিমদের পাশে দাঁড়াতে শহীদ তজু-টিটো ফাউন্ডেশন নিয়মিত সহায়তা দিয়ে যাচ্ছে। প্রতি মাসে একবার করে এই সহায়তা প্রদান করা হবে। পর্যায়ক্রমে ফাউন্ডেশনের কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।"
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—গোলাম আবেদীন কায়সার, সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ ও সেওতা গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শহীদ তজু-টিটো ফাউন্ডেশনের এমন মানবিক উদ্যোগে স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।