উত্তরাঞ্চলের প্রবেশদ্বার সিরাজগঞ্জের মহাসড়কে ঈদযাত্রা শুরু হয়েছে। যমুনা সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কসহ জেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ইতোমধ্যে ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে। সংশ্লিষ্টদের ধারণা, গত বছরের তুলনায় এবার ঈদযাত্রা আরও স্বস্তিদায়ক হবে।
সাসেক-২ প্রকল্পের আওতায় এলেঙ্গা-রংপুর ফোরলেন মহাসড়কের কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। ফলে মহাসড়কের যানজট ও দুর্ভোগ কমবে বলে আশা করা হচ্ছে। যদিও ২-১টি স্থানে চলমান নির্মাণকাজের কারণে একটি লেনে যান চলাচল করবে, তবে তা খুব বেশি সমস্যা তৈরি করবে না বলে জানিয়েছেন পরিবহণ সংশ্লিষ্টরা।
সিরাজগঞ্জ মহাসড়কে ডাকাতি ও ছিনতাইয়ের আশঙ্কা থাকলেও পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। যমুনা সেতু পশ্চিম থানা ও হাটিকুমরুল হাইওয়ে থানার কর্মকর্তারা জানিয়েছেন, ঈদে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. জিয়াউর রহমান বলেন, "সিরাজগঞ্জ মহাসড়কের পরিস্থিতি এবার আগের চেয়ে অনেক ভালো। ঝাঐল ওভারব্রিজের একটি লেন চালু হওয়ায় হাটিকুমরুল পর্যন্ত যানজটের আশঙ্কা নেই। তবে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কের চান্দাইকোনা বাজার এলাকায় কিছু সমস্যা থাকলেও তা সমাধানে ব্যবস্থা নেওয়া হয়েছে।"
সাসেক-২ প্রকল্পের বাস্তবায়নকারী মীর আখতার হোসেন লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক মো. এখলাস উদ্দিন বলেন, "যমুনা সেতু পশ্চিম থেকে হাটিকুমরুল পর্যন্ত ১৫টি কালভার্ট, ৭টি ব্রিজ, ৪টি আন্ডারপাস ও দুটি ফ্লাইওভার রয়েছে। ইতোমধ্যে ৬টি ব্রিজ চালু হয়েছে এবং ঈদে নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে নিরবচ্ছিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে।"
যমুনা সেতু পশ্চিম থানা ও হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ কর্মকর্তারা বলছেন, এবার ঈদ উপলক্ষ্যে মহাসড়কে যাত্রীদের যাত্রীদের নিরাপদ যাত্রার লক্ষ্যে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। দুর্ঘটনা প্রবণ ও যানজট প্রবণ এলাকাগুলো চিহ্নিত করা হয়েছে এবং এসব স্থানে বাড়তি নজরদারি রাখা হচ্ছে। সেইসাথে মোবাইল টিম ও পিকেট ডিউটি থাকবে। আশা করা হচ্ছে, গতবারের চেয়ে এবার ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. জিয়াউর রহমান বলেন, সিরাজগঞ্জ উত্তরাঞ্চলের প্রবেশ পথ এবং এ পথে ৫৫ কিলোমিটার ন্যাশনাল হাইওয়ে রয়েছে। গতবারের চেয়ে হাইওয়ের পরিস্থিতি এবার অনেক ভালো। ইতোমধ্যেই ঝাঐল ওভারব্রিজের একটি লেন খুলে দেয়া হয়েছে। এতে হাটিকুমরুল পর্যন্ত আর কোন সমস্যা নেই। তবে হাটিকুমরুল-বগুৃড়া মহাসড়কের চান্দাইকোনা বাজার এলাকায় একটি সিঙ্গেল লেন রয়েছে। সেখানে কিছু জটিলতা হলেও ব্যবস্থা নেয়া হয়েছে।
বুধবার ভোর থেকে ৫ শতাধিক পুলিশ মহাসড়কে কঠোরভাবে দায়িত্ব পালন করবে এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ বিভিন্ন কৌশলে মহাসড়ক পথে অবস্থান করবে বলে তিনি উল্লেখ করেন।