ঢাকা বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

রবির ভিসির নাম ও ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে ভুয়া আইডি

রবির ভিসির নাম ও ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে ভুয়া আইডি

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদারের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া আইডি খুলেছে প্রতারক চক্র।

সোমবার ভিসির নামে ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি থেকে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা চেয়েছে ওই চক্র।

এ বিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি সবাইকে বিশেষ সতর্ক থাকার নির্দেশনা দেন এবং কোনো রকম অর্থ লেনদেন না করার জন্য সবার প্রতি আহ্বান জানান। প্রতারক চক্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। রবির প্রক্টরিয়াল বডির পক্ষ থেকে ইতোমধ্যেই শাহজাদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

এ চক্রকে পুলিশ দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন রবি কর্তৃপক্ষ।

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি আছলাম আলী আলোকিত বাংলাদেশকে বলেন, হোয়াটসঅ্যাপে ভিসির ছবি ও নাম ব্যবহার করে টাকা দাবির বিষয়টি জেনেছি। ইতোমধ্যেই রবির জিডি সূত্রে তদন্ত কাজ শুরু করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

হোয়াটসঅ্যাপ,ভুয়া,আইডি,রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,উপাচার্য
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত