মানিকগঞ্জে মডার্নের সয়াবিন তেল জব্দ, ডিলারকে জরিমানা
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ২০:৪৬ | অনলাইন সংস্করণ
মানিকগঞ্জ প্রতিনিধি

ওজনে কারচুপি করে সয়াবিন তেল বাজারজাতকরণের অভিযোগে মানিকগঞ্জে মডার্ন কোম্পানির ৪১৪ লিটার সয়াবিন তেল জব্দ এবং ডিলার মো. সাগর মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর ১টায় মানিকগঞ্জ সদর উপজেলার রাজিবপুর বাজারে অভিযান চালিয়ে এই ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজান্তা।
জানা গেছে, রাজিবপুর বাজারের বিসমিল্লাহ ভ্যারাইটিজ স্টোরে অপেক্ষাকৃত কম দামে সয়াবিন তেল দিতে আসে মডার্ন কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা। তবে দোকানের মালিক আব্দুস সালাম সন্দেহ হলে একটি বোতলের ওজন স্কেলে মেপে দেখেন, ১ লিটারের বোতলে ৩০০ গ্রাম ও ২ লিটারের বোতলে ৬০০ গ্রাম কম তেল রয়েছে।
এ সময় তিনি কৌশলে বিষয়টি বাজার কমিটিকে জানান। বাজার কমিটির সদস্যরা এসে মডার্ন কোম্পানির বিক্রয় প্রতিনিধি ও গাড়ির ড্রাইভারকে আটক করে ভোক্তা অধিদপ্তরে খবর দেন।
রাজিবপুর বাজার কমিটির সভাপতি মো. হাবিবুর রহমান বলেন, "এরা একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। প্রলোভন দেখিয়ে ওজনে কম দিয়ে নিম্নমানের তেল বাজারজাত করার চেষ্টা করেছিল। তবে আমাদের দোকানদাররা সতর্ক থাকায় তা সম্ভব হয়নি।"
অভিযানের বিষয়ে সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজান্তা বলেন, "স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান চালাই। ঘটনাস্থল থেকে ৪১৪ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে এবং ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।"