র্যাব-১৩’র পৃথক দুটি অভিযানে মিঠাপুকুর থানার চাঞ্চল্যকর মোকতারুল হত্যা মামলার প্রধান আসামী এবং ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার করা হয়েছে। র্যাবের পৃথক অভিযানে তাদের দুজনকে আটক করা হয়।
মঙ্গলবার দুপুরে র্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান স্বাক্ষরিত দুটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ম অভিযানে র্যাব-১৩, সিপিএসসি রংপুর এবং র্যাব-১২, সিপিএসসি বগুড়া কর্তৃক যৌথ অভিযানে বগুড়ার ধুনট থানাধীন এলাকা থেকে মিঠাপুকুর থানার চাঞ্চল্যকর মোকতারুল হত্যা মামলার প্রধান আসামী মোঃ খোরশেদ আলম (৩৬) গ্রেফতার হয়েছে।
তিনি পূর্ব পরিকল্পিতভাবে মোকতারুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেন। গত ১১ সেপ্টেম্বর ভিকটিমের মাতা মোছাঃ কল্পনা বেগম বাদী হয়ে রংপুর জেলার মিঠাপুকুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
আরেকটি অভিযানে, র্যাব-১৩, সিপিএসসি কর্তৃক দিনাজপুর জেলার খানসামা থানা এলাকা থেকে মিঠাপুকুর থানার ধর্ষণ মামলার প্রধান আসামী জয় চন্দ্র বর্মন (২৬) গ্রেফতার হয়েছে। আসামী বিবাহের প্রলোভন দেখিয়ে নাবালিকা ভিকটিমকে ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে রংপুর জেলার মিঠাপুকুর থানায় মামলা দায়ের করেন।
উল্লেখযোগ্য যে, গ্রেফতারকৃত আসামীদের বিচার নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।