বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবীর রিজভী বলেছেন, "জুলাই-আগস্টে গণহত্যা চালিয়েও শেখ হাসিনার মধ্যে কোনো অনুসুচনা তৈরি হয়নি। তার মধ্যে এখনও হত্যার মানসিকতা এবং প্রতিহিংসা রয়েছে।"
মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) রংপুর আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী আরো বলেন, "হাজার হাজার শিশু, কিশোর, তরুণ, যুবকের রক্ত নিয়েও শেখ হাসিনার রক্তপিপাসু মন শান্ত হয়নি। এখনও তিনি প্রতিহিংসা থেকে হত্যার নির্দেশনা দেন।" তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা ক্ষমতাকে চিরকাল নিজের করে রাখার জন্য নির্বাচন ও গণতন্ত্র ধ্বংস করেছেন, যেমন ২০১৪ সালের ভোটারবিহীন নির্বাচন, ২০১৮ সালের নৈশকালীন নির্বাচন এবং ২০২৪ সালের ডামি নির্বাচন।
রিজভী ওবায়দুল কাদেরের মন্তব্যের সমালোচনা করে বলেন, "ওবায়দুল কাদের বলেছিলেন, আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে এক লাখ লোক মারা যাবে, কিন্তু ৫ আগস্টের পর দেশের কোনো কিছুই ঘটেনি। এটা শুধু মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যে বলা হয়েছে।"
স্বাস্থ্য সেবার পরিস্থিতি নিয়েও তিনি কথা বলেন, বলেন, "দেশের স্বাস্থ্য খাতের সঠিক উন্নয়ন হলে, অবকাঠামোগত উন্নয়ন হলে, দেশের মানুষ আর বিদেশে চিকিৎসা নিতে যেতো না।" তিনি আরও বলেন, "এটা দেশের চিকিৎসকদেরই পরিবর্তন করতে হবে।"
ড্যাব রংপুর মেডিকেল কলেজ শাখার সভাপতি অধ্যাপক ডা. মোঃ মাহামুদুল হক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোঃ রফিকুল ইসলাম, রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, রংপুর জেলা ড্যাব এর আহ্বায়ক ডা. মোঃ খালেকুজ্জামান বাদল এবং অন্যান্য নেতৃবৃন্দ।