বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পাবনার ঈশ্বরদীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
বুধবার (২৬ মার্চ) উপজেলা প্রশাসন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াতে ইসলামী, সরকারি-বেসরকারি, সামাজিক-সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠান পৃথক কর্মসূচিতে দিবসটি উদযাপন করে।
কর্মসূচির মধ্যে ছিল- জাতীয় পতাকা উত্তোলন, স্বাধীনতা যুদ্ধে নিহত শহিদদের স্মরণে বিজয়স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান, দেশ ও জাতির শান্তি কামনায় মসজিদ-মন্দিরে বিশেষ মোনাজাত ও প্রার্থনা এবং মাদ্রাসা-এতিমখানায় উন্নতমানের খাবার বিতরণ।
দিবসটির শুরুতে সকাল ৬টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের আলহাজ্ব মোড় বিজয়স্তম্ভে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর সকাল ৯টায় সরকারি সাঁড়া মাড়োয়ারি মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে উত্তোলন করা হয় জাতীয় পতাকা। উদ্বোধন করা হয় কুচকাওয়াজ।
জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশ।
কুচকাওয়াজে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয় এবং তারা ডিসপ্লে প্রদর্শন করে।
সকাল সাড়ে ১০টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তনে আলোচনা সভা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং সম্মাননা দেওয়া হয়।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহাদত হোসেন খান, থানার ওসি শহিদুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুর রহমান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাহমুদা মোতমাইন্নাসহ প্রশাসনের কর্মকর্তা এবং বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
এদিকে বিএনপি জাতীয় পতাকা উত্তোলন, শহিদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করেছে। সকাল ৮টায় শহরের রেলগেট দলীয় কার্যালয়ে নেতারা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আলহাজ্ব মোড়স্থ স্মৃতিস্তম্ভে পুষ্প মাল্য অর্পণ করতে মিছিল নিয়ে যান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু, বিএনপি নেতা মাহাবুবুর রহমান পলাশ, এস এম ফজলুর রহমান, আজমল হোসেন ডাবলু, আজিজুর রহমান শাহিন, আতাউর রহমান পাতা, দুলাল মন্ডল, সেলিম আহমেদ, মোস্তফা নুর আলম শ্যামল, জাকির হোসেন জুয়েল, আবু সাঈদ লিটন, মাহমুদুর রহমান জুয়েলসহ নেতৃবৃন্দ।
এরপর সকাল ৯টায় আলহাজ্ব মোড় বিজয় স্তম্ভে নিহত শহিদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতা-কর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক নেতা মাহবুবুর রহমান পলাশ, পৌর বিএনপি নেতা হুমায়ন কবির দুলাল, এস এম ফজলুর রহমান, আজমল হোসেন ডাবলু, আতাউর রহমান পাতা, ইসলাম হোসেন জুয়েল, আনোয়ার হোসেন জনি, বিষ্ট কুমার সরকার, পৌর যুবদল আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, সদস্য সচিব একেএম সাজেদুজ্জামান জিতুসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের অনেক নেতা-কর্মী।