ঢাকা রোববার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

আজ থেকে ঢাকা-ভৈরব রেলপথে চলবে নরসিংদী কমিউটার ট্রেন

আজ থেকে ঢাকা-ভৈরব রেলপথে চলবে নরসিংদী কমিউটার ট্রেন

বহু প্রতীক্ষার পর ভৈরব-ঢাকা-ভৈরব রেলপথে চালু হলো নরসিংদী কমিউটার ট্রেন। এতে করে, কিশোরগঞ্জ জেলার ভৈরব ও নরসিংদীবাসীর দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হলো।

বুধবার (২৬ মার্চ) সকাল ৬টা ৪৫ মিনিটে ৩৬ জন যাত্রী নিয়ে ট্রেনটি ভৈরব রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যায়।

পথিমধ্যে নরসিংদীসহ ৯টি স্টেশনে যাত্রা বিরতি দিয়ে সকাল ৯টা ৫ মিনিটে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে পৌঁছায়। এরপর ঢাকা থেকে সকাল ১০ টা ৪৫ মিনিটে ভৈরবের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং দুপুর ১ টা ৫ মিনিটে ভৈরব রেল স্টেশনে পৌঁছার কথা রয়েছে।

এ ট্রেনে মহিলাদের জন্য আলাদা একটি কোচ থাকার পাশাপাশি মাত্র ৪৫ টাকা ভাড়া দিয়ে ঢাকা থেকে ভৈরব যাতায়াত করতে পারায় উচ্ছ্বসিত যাত্রীরা।

ভৈরব রেল স্টেশনের মাস্টার আবু ইউছুফ জানান, কিছু দিনের মধ্যেই ট্রেনটি নিয়মিত মোট ৪ বার ভৈরব থেকে ঢাকা আসা-যাওয়া করবে। সকালে ভৈরব থেকে ছেড়ে গিয়ে দুপুর ১টা ৫ মিনিটে ভৈরব পৌঁছার পর আবার দুপুর ২ টা ৫ মিনিটে ভৈরব থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গিয়ে বিকাল ৪ টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। পরে, ঢাকা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ভৈরবের উদ্দেশ্যে রওনা দিয়ে রাত ৯টা ১০ মিনিটে ভৈরব রেল স্টেশনে পৌঁছাবে।

তিনি আরও জানান, কিশোরগঞ্জ জেলার ভৈরব জংশন এবং নরসিংদী রেল স্টেশনে যাত্রীর অধিক চাপ থাকার কারণে ভৈরব-ঢাকা রেলপথে দীর্ঘদিন যাবত একটি কমিউটার ট্রেন চালুর দাবি করে আসছিল ভৈরব ও নরসিংদীবাসী। ইঞ্জিন ও কোচ সংকটের কারণে এতদিন তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। ট্রেনটি চালু হওয়ায় ভৈরব থেকে ঢাকাগামী সরকারি ও বেসরকারি অফিসের চাকরিজীবী ও সাধারণ মানুষ স্বল্প খরচে বাড়ি থেকে গিয়েই অফিস করতে পারবেন এবং তাদের প্রয়োজনীয় কাজ শেষে বাড়ি ফিরতে পারবে।

ঢাকা-ভৈরব,রেলপথ,নরসিংদী কমিউটার ট্রেন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত