পিরোজপুরের কাউখালীতে নানান কর্মসূচির মধ্য দিয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান আলাদা আলাদাভাবে বিভিন্ন কর্মসূচি পালন করেন।
কাউখালীতে সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা করা হয়।
দিবসটি উপলক্ষ্যে সকল সরকারি, আধা সরকারী, শিক্ষা প্রতিষ্ঠান সহ স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
উপজেলা পরিষদ চত্বরে সকাল ৫টা ৫৬ মিনিটে আনুষ্ঠানিকভাবে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সকাল ৮ টায় কাউখালী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশনা এবং পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস সহ ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জাতীয় পতাকা উত্তোলনের সময় রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সোলায়মান। কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সকাল ১০টায় বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা ও শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের বিভিন্ন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াত ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।