জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
প্রকাশ : ২৬ মার্চ ২০২৫, ১৫:২৫ | অনলাইন সংস্করণ
জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
বুধবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।
এরপর শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে কেন্দ্রীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী, পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমিনসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।
এছাড়া, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা জামায়াতের আমির ডা. ফজলুর রহমান সাঈদ, সেক্রেটারি গোলাম কিবরিয়া মণ্ডলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও মুক্তিযোদ্ধা সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসন, সরকারি বিভিন্ন দপ্তর, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।