পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত
প্রকাশ : ২৬ মার্চ ২০২৫, ১৫:৩১ | অনলাইন সংস্করণ
পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হচ্ছে।
বুধবার (২৬ মার্চ) সকালে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়।
এরপর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে । জেলা শহরের কেন্দ্রীয় সৃতি সৌধে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করে।
দিবসটি উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
দিনটি উপলক্ষ্যে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে, যেখানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হবে। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হবে জেলা শিল্পকলা একাডেমিতে। বিকেলে কুচকাওয়াজ, ক্রীড়া প্রতিযোগিতা এবং আলোকসজ্জার মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।
পটুয়াখালীতে মহান স্বাধীনতা দিবস উদযাপনে সর্বস্তরের মানুষের এমন অংশগ্রহণ গৌরবের।