কুমিল্লার চৌদ্দগ্রামে এক শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনায় আলমগীর হোসেন প্রকাশ সোহেল নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (২৬ মার্চ) দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।
আটক সোহেল সদর দক্ষিণ উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের দরিব গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে।
মঙ্গলবার সকালে শিশুটির মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় উল্লেখ করা হয়, শিশুর মা সদর দক্ষিণের বনফুল কোম্পানিতে চাকরি করেন। স্বামীর সাথে বনিবনা না হওয়ায় সন্তানকে নিয়ে দীর্ঘ নয় মাস ধরে চৌদ্দগ্রামের উজিরপুর ইউনিয়নের ওই গ্রামে ভাড়া বাসায় বসবাস করে আসছেন তিনি। কোম্পানিতে নাইট শিফটে ডিউটি করায় শিশুটিকে আশপাশের মহিলাদের কাছে রেখে যেতে হয়। এরকম পরিস্থিতিতে মঙ্গলবার রাত দশটার দিকে পাশের বাড়ির ভাড়াটিয়া আলমগীর হোসেন সোহেল শিশুটিকে একা পেয়ে ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এতে শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়। শিশুটির চিৎকার শুনে আশপাশের প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে আলমগীর হোসেন সোহেলকে খাটের নিচে উলঙ্গ অবস্থায় পায়। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আলমগীর হোসেন সোহেলকে হেফাজতে নেয়।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, শিশুটির মা বাদী হয়ে মামলা করেছে। যুবককে আটক করা হয়েছে।