ঢাকা শনিবার, ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের কল্যাণার্থে স্বাস্থ্য কার্ড ও চেক বিতরণ 

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের কল্যাণার্থে স্বাস্থ্য কার্ড ও চেক বিতরণ 

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের কল্যাণার্থে জয়পুরহাটে চেক ও স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়েছে।

জেলা পরিষদের আয়োজনে ও অর্থায়নে বুধবার (২৬ মার্চ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মোট ২৫ লাখ ৭০ হাজার টাকা বিতরণ করা হয়।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, সিভিল সার্জন আল মামুন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার উজ্জ্বল বাইন। নিহত শহীদ বিশালের মা বুলবুলি খাতুন ও আহতদের পক্ষে রাজু আহমেদ এবং ছাত্র প্রতিনিধি হাসিবুল হক সানজিদ অনুভূতি প্রকাশ করেন।

জেলা পরিষদের সহযোগিতায় ৪ শহীদ পরিবারের প্রত্যেককে ২ লাখ টাকা, ক শ্রেণীর ৪ জন অতি গুরুতর আহতকে ৩০ হাজার টাকা, খ শ্রেণীর ২ জন গুরুতর আহতকে ২৫ হাজার টাকা এবং গ শ্রেণীর ৮০ জন আহতকে ২০ হাজার টাকা করে মোট ২৫ লাখ ৭০ হাজার টাকা বিতরণ করা হয়।

বিতরণ,চেক,স্বাস্থ্য কার্ড,জুলাই গণঅভ্যুত্থান,শহীদ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত