যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে মাগুরার শ্রীপুরে বুধবার দিনব্যাপী মহান স্বাধীনতা ও জাতীয় দিবস দিবস’ পালিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ) সকাল ৬টায় শ্রীপুর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের পাদদেশে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ করা হয়।
এতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী, থানার অফিসার ইনচার্জ মো. ইদ্রিস আলী, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খোন্দকার আব্বাস উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম, ডা. আশরাফুজ্জামান লিটন, বীর মুক্তিযোদ্ধা গোলাম কুদ্দুস প্রমুখ।
শ্রীপুর মিনি স্টেডিয়ামে কুচকাওয়াজ শেষে সকাল ৯ টায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোল্যা মতিয়ার রহমান, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোল্যা।
কুচকাওয়াজে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী, থানার অফিসার ইনচার্জ মো. ইদ্রিস আলী সালাম গ্রহণ করেন। পরে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ পরিবেশিত জাতীয় সঙ্গীতের সাথে সাথে অতিথিবৃন্দ জাতীয় পতাকা উত্তোলন করেন।