রংপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
দিবসটি উপলক্ষে বুধবার (২৬ মার্চ) প্রত্যুষে রংপুর পুলিশ লাইন্স মাঠে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়।
সকালেই রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শহিদুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি মোঃ আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, পুলিশ সুপার মোঃ আবু সাইমসহ বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
দিবসটি উপলক্ষে রংপুর স্টেডিয়ামে ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম, সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, "দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম ও মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা অর্জিত হয়েছে। আজ স্বাধীনতার ৫৪ বছর পরে এসে আমাদের উপলব্ধি করতে হবে যে, আমরা সেই স্বপ্ন কতটুকু বাস্তবায়ন করেছি। দুর্নীতিকে পরিহার করে ন্যায়বিচার ও সমতার ভিত্তিতে উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হবে।"
কুচকাওয়াজে অংশ নেয় রংপুর মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি মোঃ আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী ও পুলিশ সুপার মোঃ আবু সাইম।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) সকালে প্রশাসনিক ভবনের দক্ষিণ গেট থেকে স্বাধীনতা শোভাযাত্রার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে স্বাধীনতা স্মারকের সামনে শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, দপ্তর, আবাসিক হল, ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
এরপর স্বাধীনতা স্মারকে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। পর্যায়ক্রমে বিভিন্ন অনুষদ, বিভাগ, আবাসিক হল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পুষ্পার্ঘ্য অর্পণ করে।
সকাল সাড়ে ১০টায় একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেন, "১৯৭১ সালে বাংলাদেশ বিশ্ব মানচিত্রে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগীদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ।"
উপাচার্য আরও বলেন, "বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের অগ্রসর হতে হবে। স্বাধীনতার মূল চেতনা বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।"