ঢাকা রোববার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

ঈদযাত্রায় টোল আদায়ে যমুনা সেতুতে ১৮টি বুথ

ঈদযাত্রায় টোল আদায়ে যমুনা সেতুতে ১৮টি বুথ

আসন্ন ঈদযাত্রায় যান চলাচল নির্বিঘ্ন রাখতে যমুনা সেতুতে মোট ১৮টি টোল বুথ স্থাপন করা হয়েছে। সেতুর দুই পাশে ৯টি করে বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে, যার মধ্যে প্রতিটি পাশে মোটরসাইকেলের জন্য ২টি বুথ রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল।

সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৯,২৩৩টি যানবাহন যমুনা সেতু পার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৫৭ লাখ ১১ হাজার ৫৫০ টাকা। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৫ হাজার ৩৫৪টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ২৭ লাখ ৭৯ হাজার ১শ টাকা।

অপরদিকে ঢাকাগামী ১৩ হাজার ৮৭৯টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীত টোল আদায় ১ কোটি ২৯ লাখ ৩২ হাজার ৪৫০ টাকা।

মহাসড়ক সংশ্লিষ্টরা জানায়, ঈদযাত্রায় মঙ্গলবারের(২৫ মার্চ) চেয়ে দ্বিতীয় দিনে বুধবার(২৬ মার্চ) মহাসড়কের যানবাহনের চাপ বেড়েছে। বিশেষ করে মহাসড়কের এলেঙ্গা থেকে সেতুর টোলপ্লাজা পর্যন্ত সকাল থেকে যানবাহনের চাপবেড়েছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, ঈদযাত্রায় যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে যমুনা সেতুর দুই পাশে ৯টি করে মোট ১৮টি বুথ স্থাপন করা হয়েছে। এর মধ্যে দুইপাশেই মোটরসাইকেলের জন্য ২টি করে বুথ রয়েছে।

যমুনা,সেতু,ঈদযাত্রা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত