ঢাকা শনিবার, ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে চাল আত্মসাতের চেষ্টার অভিযোগে ইউপি সচিব গ্রেফতার

সিরাজগঞ্জে চাল আত্মসাতের চেষ্টার অভিযোগে ইউপি সচিব গ্রেফতার

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের ভিজিএফ’র চাল আত্মসাতের চেষ্টার অভিযোগে ইউপি সচিব হেলাল উদ্দিনকে (৫৮) গ্রেফতার করেছে পুলিশ। এসময় ডিজিএফ’র ৮১১ কেজি চাল উদ্ধার করা হয়। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

উল্লাপাড়া মডেল থানার ওসি রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি (সচিব) সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, মঙ্গলবার প্রায় দিনভর ওই ইউনিয়নের কার্ডধারী প্রায় ২৫শ’ দুঃস্থ মানুষের মধ্যে দুস্থদের খাদ্য সহায়তায় (ভিজিএফ) চাল বিতরণ চলছিল এবং বিকেলে প্রায় আড়াইশ কার্ডধারী দুঃস্থ মানুষকে আর চাল নেই বলে ইউপি সচিব তাদের জানিয়ে দেন। তার এ কথা জানার পর ওই কার্ডধারীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এ বিষয়টি ওই ইউনিয়ন পরিষদ প্রশাসক পঃ পঃ কর্মকর্তা সাইফুল ইসলাম ঘটনাস্থলে যান এবং ইউপি সদস্য ও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের নিয়ে বিষয়টি প্রাথমিক তদন্ত করেন। এ তদন্তে ওই ইউনিয়ন পরিষদের দুটি কক্ষে প্লাস্টিকের বস্তা ভর্তি উল্লেখিত চালের সন্ধান পাওয়া যায়। এ ঘটনায় সচিব হেলাল উদ্দিনকে আটক করা হয়। ওইদিন সন্ধ্যার দিকে ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করা হয় এবং ওই পরিষদের কক্ষ থেকে উল্লেখিত চাল উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে ওই ইউপি’র মেম্বার নুরুল ইসলাম বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা করেছেন। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে উল্লেখ করেন ওসি।

চাল আত্মসাত,ইউপি সচিব,গ্রেফতার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত