কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।
কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলাম জাতীয় পতাকা উত্তোলন করেন এবং বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। তিনি আনুষ্ঠানিক কুচকাওয়াজ পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. তোফাজ্জল হোসেন খাঁন, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, জামায়াতের সেক্রেটারী মাওলানা মাহমুদুল হাসান, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল, উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান মাসুদ, বীর মুক্তিযোদ্ধা সহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।