ঢাকা রোববার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

মিরসরাইয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৩০

মিরসরাইয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৩০

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিএনপির নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার (২৬ মার্চ) বারইয়ারহাট পৌর বাজারে সংঘর্ষের সময় মো. জাবেদ (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

নিহত জাবেদ চট্টগ্রামের বায়োজিদ থানার বাংলাবাজার নীলগিরি আবাসিক এলাকার বাসিন্দা। তিনি আরএফএল গ্রুপের মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

গত ২৪ মার্চ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার মিরসরাই উপজেলা, মিরসরাই পৌরসভা ও বারইয়ারহাট পৌরসভার আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। এরপর থেকেই বিএনপির একটি গ্রুপ কমিটি বাতিলের দাবিতে আন্দোলন করে আসছিল। মঙ্গলবার (২৫ মার্চ) পদবঞ্চিত নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করেন।

সংঘর্ষের আগে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছিল। তবে বিএনপির এক গ্রুপ এই নির্দেশনা উপেক্ষা করে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে এবং শ্লোগান দিতে থাকে। পরে বারইয়ারহাট পৌর বাজারে সংঘর্ষ বাধে।

সংঘর্ষে আহতদের মধ্যে সুমন (৩৫), ফজলুল করিম (৪৩), জাহেদুল ইসলাম (৪২), শহিদুল ইসলাম (৫১), ওমর ফারুক (৩৫), দিদার (৩৭), আবু সুফিয়ান (৪০), ফাহিম (২২), এরশাদ (৪০), গোলাম মোর্শেদ (৪০), রাশেদ (৫০), দিদারুল আলম চৌধুরী (৪০) ও ইলিয়াস (৫০) প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহত কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংঘর্ষের সময় আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাব্বির মোহাম্মদ সেলিম জানান, বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে পথচারী জাবেদ নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছিল। কিন্তু বিএনপির একটি গ্রুপ তা লঙ্ঘন করে মিছিল বের করে, যা সংঘর্ষের কারণ হতে পারে। ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংঘর্ষ,বিএনপি,মিরসরাই,আহত,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত