ঢাকা রোববার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

টাঙ্গাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

টাঙ্গাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

টাঙ্গাইলে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নানা কর্মসূচির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) দিনব্যাপী আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল—মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর সেনানীদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ।

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসক শরিফা হক পুষ্পস্তবক অর্পণ করেন। পরবর্তীতে জেলা পুলিশ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সরকারি দপ্তরের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে মনোজ্ঞ কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরিফা হক এবং পুলিশ সুপার মো. মিজানুর রহমান, যাঁরা কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন।

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সেখানে মহান স্বাধীনতা দিবসের গুরুত্ব ও মুক্তিযোদ্ধাদের অবদানের ওপর আলোকপাত করা হয়।

দিবস,স্বাধীনতা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত