ঢাকা রোববার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

মানিকগঞ্জে ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদের আলোচনা সভা

মানিকগঞ্জে ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদের আলোচনা সভা

ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা ইমাম মোয়াজ্জিন কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বুধবার বিকেলে জেলা কালেক্টরেট জামে মসজিদে অনুষ্ঠিত এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা।

কালেক্টরেট জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং মুফতি আশরাফুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস শেখ মোহাম্মদ সালাহউদ্দিন, সাবেক জেলা শিক্ষা অফিসার আব্দুল মুন্নাফ খান, এন পি আই ইউনিভার্সিটির পরিচালক ড. প্রকৌশলী ফারুক হোসেন, দেওয়ান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ দেওয়ান তানজিল আহমাদ, ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদের উপদেষ্টা মাওলানা জাবের আল সাফা এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিকুল ইসলাম সানোয়ার, কোষাধ্যক্ষ মাওলানা শেখ মোহাম্মদ মাহবুবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা ইমামদের প্রতি সমাজের নৈতিক মান উন্নয়নে সচেতন থাকার আহ্বান জানান এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান আলোচক শেখ মোহাম্মদ সালাহউদ্দিন পবিত্র কুরআনুল কারিমের শিক্ষা অনুসরণের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের ওপর জোর দেন। তিনি বলেন, "আমাদের সকলকে কুরআনুল কারিমের শিক্ষা জানতে হবে এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। কুরআনের নির্দেশনার বাইরে কোনো কাজ করা উচিত নয়।"

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের এডিএম মোহাম্মদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আতিকুল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, নির্বাহী কর্মকর্তা সুহৃদ সালেহীন, এনডিসি আহসান উল হক, ইমাম মোয়াজ্জিন কল্যাণ পরিষদের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তি, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

ইফতার মাহফিলে আগত অতিথিরা পবিত্র রমজান মাসের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আলোচনা,সভা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত