ঢাকা রোববার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

৭১-এর অর্জিত স্বাধীনতার পর অনেকে বলছে ‘দ্বিতীয় স্বাধীনতা: টুকু

৭১-এর অর্জিত স্বাধীনতার পর অনেকে বলছে ‘দ্বিতীয় স্বাধীনতা: টুকু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ১৯৭১ সালে রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পর এখন অনেকেই ‘দ্বিতীয় স্বাধীনতা’র কথা বলছে, যা দেশকে বিভাজিত করে অরাজকতা সৃষ্টি করছে।

মঙ্গলবার (২৬ মার্চ) সিরাজগঞ্জ পৌর কনভেনশন হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) জেলা শাখার আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর কেউ বলছে বিপ্লব, কেউ বলছে দ্বিতীয় স্বাধীনতা, কেউ বলছে গণঅভ্যুত্থান। এতে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে, যা কোনো দেশপ্রেমিক মানুষের কাম্য নয়। অতীতে অনেক গণআন্দোলন ও গণঅভ্যুত্থান হয়েছে, কিন্তু ছাত্ররা কখনো দেশের মালিক হয়ে যায়নি। নির্বাচিত সরকারের হাতেই দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া উচিত।”

তিনি আরও বলেন, “শেখ হাসিনার দোসরদের হাতে লুটপাটের হাজার হাজার কোটি টাকা রয়েছে। সেই অর্থ দিয়ে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে, যাতে দেশ শান্তি ও স্থিতিশীলতা ফিরে পায়।”

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. শাহ মো. শাহজাহান আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, ড্যাব কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ডা. এরফান আহমেদ সোহেল, সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. নুরুল আমীন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. আনোয়ার হোসেন, সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আতিকুর নাহার, ড্যাবের সাধারণ সম্পাদক ডা. আতিকুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

স্বাধীনতা,টুকু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত