ঢাকা রোববার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন

সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন

সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।

বুধবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিজয়সৌধে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এরপর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বিজয়সৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এছাড়া পুলিশ সুপার মো. ফারুক হোসেন, সিভিল সার্জন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, র‍্যাব-১২, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), আনসার-ভিডিপি, জেলা কারাগার, পৌরসভা, উপজেলা প্রশাসন, প্রেসক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং এনজিও প্রতিনিধিরাও শ্রদ্ধা নিবেদন করেন।

সকালে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে জেলা প্রশাসক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় জাতীয় সংগীত পরিবেশিত হয় এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলার সবকটি উপজেলাতেও যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে।

স্বাধীনতা,দিবস,উদযাপন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত