ঢাকা রোববার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

বেরোবিতে বর্ণিল আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

বেরোবিতে বর্ণিল আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বর্ণিল আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (২৬ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী স্বাধীনতা শোভাযাত্রার উদ্বোধন করেন।

শোভাযাত্রাটি প্রশাসনিক ভবনের দক্ষিণ গেট থেকে শুরু হয়ে শহীদ আবু সাঈদ চত্বর ঘুরে ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাধীনতা স্মারকের সামনে এসে শেষ হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন অনুষদ ও বিভাগের প্রতিনিধিরা অংশ নেন।

পরে উপাচার্য মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বাধীনতা স্মারকে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন অনুষদ, বিভাগ, আবাসিক হল, ইনস্টিটিউটসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

সকাল সাড়ে ১০ টায় একাডেমিক ভবন-২-এর ভার্চুয়াল ক্লাসরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, "১৯৭১ সালের এই দিনে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্ব মানচিত্রে আত্মপ্রকাশ করে। সেই স্বাধীনতা অর্জনে যারা আত্মত্যাগ করেছেন, তাদের প্রতি জাতি চিরকৃতজ্ঞ।" তিনি আরও বলেন, "২০২৪ সালের জুলাই আন্দোলন ছিল বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম, যার সুফল ঘরে ঘরে পৌঁছাতে হবে।"

আলোচনা সভায় সভাপতিত্ব করেন দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান। সভাটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর-রশিদ।

এর আগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং ক্যাম্পাসজুড়ে বর্ণিল আলোকসজ্জার আয়োজন করা হয়।

বেরোবি,দিবস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত