ঢাকা রোববার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

নকলা প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নকলা প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শেরপুরের নকলায় ঐতিহ্যবাহী নকলা প্রেস ক্লাব-এর উদ্যোগে ইসলামিক আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) নকলা বাইপাস মোড়ের এক রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা অংশ নেন।

ইফতারের আগে ইসলামিক আলোচনার মাধ্যমে রমজানের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরা হয়। এরপর সকল শহীদদের আত্মার মাগফিরাত, মুসলিম উম্মাহর শান্তি, দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন স্থানীয় এক ইসলামিক স্কলার।

অনুষ্ঠানে প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সরকার বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সিনিয়র সাংবাদিক শফিউল আলম লাভলু, সাংগঠনিক সম্পাদক মো. ফজলে রাব্বী রাজন ও মো. নূর হোসেন, দপ্তর সম্পাদক সেলিম রেজা, কল্যাণ তহবিল বিষয়ক সম্পাদক নাহিদুল ইসলাম, সাহিত্য সম্পাদক মাজহারুল ইসলাম লালন, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল-আমিনসহ অন্যান্য সদস্য ও তরুণ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

দোয়া শেষে উপস্থিত সবাই একসঙ্গে ইফতার গ্রহণ করেন। এ সময় নকলা প্রেস ক্লাবের সদস্যরা সমাজের উন্নয়ন ও সাংবাদিকতার নৈতিকতা রক্ষায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ইফতার,মাহফিল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত