ঢাকা সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

সাটুরিয়ায় টিসিবির ৯০ বস্তা চালসহ পিকআপ ভ্যান আটক

সাটুরিয়ায় টিসিবির ৯০ বস্তা চালসহ পিকআপ ভ্যান আটক

মানিকগঞ্জের সাটুরিয়ায় কালোবাজারে বিক্রির অভিযোগে ৯০ বস্তা টিসিবির চালসহ একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।

বুধবার (২৬ মার্চ) সকালে উপজেলার সাটুরিয়া ইউনিয়নের ভান্ডারি পাড়া এলাকা থেকে টিসিবির চালসহ এ পিকআপ ভ্যান জব্দ করে এলাকাবাসী। পরে তা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।

স্থানীয় বাসিন্দা মো.শাহীন আলম বলেন, সকালে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে উপজেলা চত্বরে শহীদ বেদিতে ফুল দিতে যাচ্ছিলাম। এমন সময় দেখতে পাই টিসিবির গুদামের সামনে চাল অন্য বস্তায় স্থানান্তর করে গাড়িতে লোড করা হচ্ছে। বিষয়টি সন্দেহ হলে ৯০ বস্তা চালসহ গাড়ি জব্দ করে উপজেলা প্রশাসনের নিকট নিয়ে যাই। এলাকাবাসীর দাবি করেন সে বিগত দুই মাস যাবত কোন মানুষকে টিসিবির মাল দিচ্ছে না, সরকার থেকে বরাদ্দকৃত চাল গোডাউনে জমা রেখে গতকাল সে চোরাবাজারে বিক্রি করে দিয়েছিল।

এ ব্যাপারে টিসিবির ডিলার দীপক সাহা বলেন, ‘টিসিবির বস্তায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি থাকায় টিসিবির বস্তা থেকে অন্য বস্তায় স্থানান্তর করা হয়েছে। এই চাল বালিয়াটি, দিঘলিয়া ও তিল্লি ইউনিয়নে জন্য গাড়িতে লোড করা হয়েছিল। স্থানীয় বাসিন্দা শাহীন আলম ভুল বসত গাড়ি আটক করে প্রশাসনের কাছে জমা দিয়েছে।’ দীপকের দাবি এ চাল কালোবাজারে বিক্রির জন্য গাড়িতে লোড করা হয়নি। ঈদ উপলক্ষ্যে ওই তিন ইউনিয়নে বিতরণের জন্য নেওয়া হচ্ছিল।

এ বিষয়ে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, ‘স্থানীয় বাসিন্দারা ৯০ বস্তা চালসহ একটি গাড়ি জব্দ করে আমার নিকট নিয়ে আসে। টিসিবির ডিলারকে প্রয়োজনীয় নথিপত্র আনতে বলা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন।’

সাটুরিয়া,টিসিবি,চাল,পিকআপ ভ্যান,আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত