"এই ঈদে হাসি ফুটুক সকল শিশুর মুখে" এই প্রতিপাদ্যকে ধারণ করে রাজবাড়ীতে ৮০ জন সুবিধাবঞ্চিত শিশুর মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুর ১২টায় ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) রাজবাড়ী এর আয়োজনে অফিসার্স ক্লাব মিলনায়তনে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরুল হাসান, বিশিষ্ট ব্যবসায়ী নাছিম সাফি।
এছাড়া, ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) রাজবাড়ী-এর জেলা ভলানটিয়ার সদস্য সাদসান সাকিব রাফি, সাদিয়া জামান, সাফায়েত হোসেন, তাকিয়া হোসাইন, তূর্জ-সহ অনেকে উপস্থিত ছিলেন।
এসময় অতিথিরা বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে আমাদের সবার এগিয়ে আসা উচিত। সমাজের প্রত্যেক বিত্তবান ব্যক্তি যদি এমন উদ্যোগ নেয়, তাহলে সব শিশুর ঈদ আনন্দময় হবে।