ঢাকা সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত

পলাশ সভাপতি, জাকির সম্পাদক, শাহিন সাংগঠনিক
পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রংপুরের পীরগঞ্জ উপজেলা বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সম্মেলনের প্রথম পর্বে পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে জাতীয়, দলীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে এ কাউন্সিলের উদ্বোধন করেন বিএনপি'র রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম ও রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম।

পরে উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদুন্নবী পলাশ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উদ্বোধনী বক্তব্য রাখেন বিএনপি’র রংপুর বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, রংপুর জেলা বিএনপি’র আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, মিঠাপুকুর উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোতাহারুল হক নিক্সন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক শাহিনুজ্জামান শাহিন, মোস্তাফিজুর রহমান সেলিম, পীরগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি সাইফুল আজাদ, মহিলা দলনেত্রী আনোয়ারা বেগম, বিএনপি নেতা তাওহীদ ও মাহমুদুল আলম শাহীন প্রমুখ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে জেলা নির্বাচন পরিচালনা কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতার মাহমুদুন্নবী চৌধুরী পলাশকে সভাপতি, মোস্তাফিজুর রহমান সেলিম-কে সিনিয়র সহসভাপতি, অধ্যাপক জাকির হোসেনকে সাধারণ সম্পাদক , শাহিনুজ্জামান শাহিনকে সাংগঠনিক সম্পাদক ও মাহবুবুল আলম বিটুকে সহ সাংগঠনিক সম্পাদক করে পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সংক্ষিপ্ত কমিটি ঘোষণা করা হয়।

এদিকে সম্মেলন উপলক্ষ্যে দুপুরের পর থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মীরা মিছিল নিয়ে উপজেলা অডিটোরিয়ামে পৌঁছালে পরিপূর্ণ হয়ে যায় উপজেলা অডিটরিয়াম চত্বর । দলীয় নেতা কর্মীদের মাঝে ছিল ব্যাপক উচ্ছ্বাস ।

পীরগঞ্জ,বিএনপি,সম্মেলন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত