ঢাকা সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে চাচা-ভাতিজা হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জে চাচা-ভাতিজা হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার হেমনগড় গ্রামের চাচা-ভাতিজার হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার।

বৃহস্পতিবার দুপুরের দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের পার্শ্ব রাস্তার এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে নিহতের স্বজনেরা বলেন, সোমবার হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের হরিনচড়া বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় রোকনুজ্জামান (৩১) ও আব্দুল আজিজ ফারুকীর (৪০) মৃত্য ঘটে। নিহতদের গ্রামের বাড়ি তাড়াশ উপজেলার হেমনগড় গ্রামে। তারা মোটরসাইকেল নিয়ে সিরাজগঞ্জ কোর্টে যাচ্ছিলেন। এ সময় স্থানীয় হরিনচড়া বাজার এলাকায় পৌঁছলে একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রোকনুজ্জামান মারা যান এবং পরদিন চিকিৎসাধীন অবস্থায় নাসির উদ্দিন মারা যান। ঘাতক গাড়ি তাদের মোটরসাইকেল অনুসরণ করছিলো এবং প্রত্যক্ষদর্শী ওই বাজারের একাধিক লোকজন এমনটাই জানিয়েছেন বলে দাবি নিহতের পরিবারের। তারা দুর্ঘটনায় মারা যাননি। তাদের মেরে ফেলা হয়েছে।

এ ঘটনায় তারা সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচার দাবি করেন। এলাকার অনেক নারী পুরুষ এ মানবন্ধনে অংশগ্রহণ করেন।

হত্যাকাণ্ড,বিচার,দাবি,মানববন্ধন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত