ঢাকা সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

রাজবাড়ীতে জেলা ও পৌর বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

রাজবাড়ীতে জেলা ও পৌর বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে রাজবাড়ী জেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয় ও আজাদী ময়দানে এই মাহফিল অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনের মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট মো. আসলাম মিয়া, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনের মনোনয়নপ্রত্যাশী মো. হারুন অর রশীদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি মো. তোফাজ্জেল হোসেন মিয়া, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি মো. লুৎফর রহমান খান, রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজী, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন শেখ।

এছাড়াও এসময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম. এ. খালেদ পাভেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা স্বেচ্ছাসেবক দলের নবঘোষিত আহ্বায়ক আব্দুল মালেক খান, সদস্য সচিব তুহিনুর রহমান, জেলা যুবদলের সদস্য সচিব আমিনুর রহমান ঝন্টু, জেলা কৃষকদলের সদস্য সচিব একেএম সিরাজুল আলম চৌধুরী, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন। এছাড়া জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী ইফতার মাহফিলে অংশ নেন।

জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ বলেন, আজকের ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেওয়া সবাইকে ধন্যবাদ। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনের মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট মো. আসলাম মিয়া বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতার জন্য আমরা সবাই দোয়া করব। যেসব নেতাকর্মী মৃত্যুবরণ করেছেন, তাদের জন্যও দোয়া করব। আগামী নির্বাচনে আমরা জনগণের দোরগোড়ায় যাবো এবং গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করবো।

বক্তব্য শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে দেশ, জাতি ও দলের কল্যাণ কামনার পাশাপাশি বিএনপির নেতাকর্মীদের সুস্থতা এবং প্রয়াত নেতাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

বিএনপি,দোয়া,ইফতার মাহফিল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত