ঢাকা সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

চাঁদপুরে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সরকারি অনুদান প্রদান

চাঁদপুরে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সরকারি অনুদান প্রদান

গেল বছর জুলাই গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদের আর্থিক অনুদানের প্রথম পর্বের চেক প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে ২৪ জন আহত যোদ্ধাদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

জেলা প্রশাসকের কাছ থেকে এসব চেক গ্রহণ করেন জুলাইয়ের আহত যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা।

প্রথম পর্বে অনুদান চেক প্রাপ্তদের মধ্যে ‘এ’ ক্যাটাগরির ৫ জনকে দেয়া হয়েছে ২ লাখ করে ১০ লাখ টাকা এবং ‘বি’ ক্যাটাগরির ১৯ জনকে ১৯ লাখ টাকা দেয়া হয়।

জেলা প্রশাসক বলেন, জুলাই যোদ্ধাদের নির্ধারণ করতে আমরা সর্বোচ্চ সতর্কতা ও স্বচ্ছতা রেখেছি। রাষ্ট্র আহতদের বিষয়টি গুরুত্ব দিয়ে ঈদকে কেন্দ্র করে এই অনুদানের ব্যবস্থা করেছে।

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সুপ্রভাত চাকমা ও বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জুলাই গণঅভ্যুত্থান,আহত,সরকারি অনুদান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত